| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ইবিতে ছাত্রীকে বিবস্ত্র করে র‌্যাগিং, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি: ছাত্র মজলিসের তীব্র নিন্দা


ইবিতে ছাত্রীকে বিবস্ত্র করে র‌্যাগিং, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি: ছাত্র মজলিসের তীব্র নিন্দা


রহমত নিউজ ডেস্ক     15 February, 2023     12:04 PM    


ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে বিবস্ত্র করে র‌্যাগিং, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি'র মতো ঘৃণ্য অপকর্মের তীব্র নিন্দা ও কঠোর শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নবাগত ছাত্রীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে, বিষয়টি অত্যন্ত ন্যক্কারজনক। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী বিগত শনিবার (১১ ফেব্রুয়ারি) ও রোববার (১২ ফেব্রুয়ারি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় তিনটা পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয়। ভুক্তভোগী ফুলপরি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী। র‌্যাগিংয়ের সময় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীরা তার বিবস্ত্র ভিডিও ধারণ করে। পরদিন সোমবার সকালে ভয়ে হল ছেড়ে বাসায় চলে যান ভুক্তভোগী ওই ছাত্রী। র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত দিয়েছেন ভুক্তভোগী।

নেতৃদ্বয় বলেন, র‍্যাগিংয়ের নামে চলমান এই নির্যাতন অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণের পথকে রুদ্ধ করে দেয়। দেশের একমাত্র ইসলামি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এমন ঘৃণ্য ঘটনা নিঃসন্দেহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এমন লাগামহীন বেলেল্লাপনার চর্চা কোন সুস্থ বিবেক কখনোই মেনে নিতে পারে না। ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের এমন দৌরাত্ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাধারণ শিক্ষার্থীরা মেনে নিতে পারে না। অভিযুক্তদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি নির্ধারণ ও প্রদান করতে হবে। র‍্যাগিংয়ের নামে শারিরীক ও মানসিক এই নির্যাতনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে।